চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | ১১:৫৬ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ
apps

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা গেছে, রহনপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য জোসনা বেগম তার নিজ গ্রাম ডাইংপাড়ার অধিবাসী এরিনা বেগমের ভিজিডি কার্ড তাকে না দিয়ে সেই কার্ডে তার নিজ মেয়ের ছবি বসিয়ে ২ বছর ধরে ভোগ করে আসছেন।

এ বিষয়ে এরিনা বেগম সোমবার (২৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোমস্তাপুর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইউএনও বিষয়টি তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।

এদিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ পাল জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। খুব শিগগিরই এর সত্যতা জানা যাবে। তবে প্যানেল চেয়ারম্যান বাইরুল ইসলাম জানান, বিষয়টির সত্যতা রয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্য জোসনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

Development by: webnewsdesign.com