চাঁদপুর ফরিদগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ | ৬:০৪ অপরাহ্ণ

চাঁদপুর ফরিদগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
apps

চাঁদপুরের ফরিদগঞ্জে ৪ মাসের শিশুকে রেখে গৃহবধূ আয়শা (২২) আত্মহত্যা করেছে। সোমবার রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর এলাকার আফতাব উদ্দিন পাটোয়ারী বাড়ীর তুহিন পাটোয়ারীর স্ত্রী আয়শা আক্তার ৪ মাসের শিশু সন্তান রেখে আত্মহত্যা করেছে। খবর পেয়ে এসআই নাছির উদ্দিন লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আত্মহত্যাকারীর স্বামী তুহিন পাটোয়ারী জানান, গত ৪ বছর পূর্বে একই ইউনিয়নের রুস্তমপুর এলাকার ভাটের হদের পোদ্দার বাড়ীর মৃত হাবিব উল্লাহর মেয়ে আয়েশা আক্তারকে বিয়ে করেন। ঠিক মতোই চলছিল আমাদের সংসার। মাগরিবের নামাজ ঘরে আদায় করে আমি শ্বশুর বাড়ীতে গিয়েছিলাম। রাত সাড়ে ৯টায় এসে দেখি আমার স্ত্রী ঘরে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে কিছুই জানিনা। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই ৪ মাসের শিশু সন্তান রেখে গৃহবধূর আত্মহত্যাটি রহস্যজনক বলছেন।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে, আত্মহত্যার অন্য কোন কারণে রয়েছে কিনা।

Development by: webnewsdesign.com