চলে গেলেন উইনি ম্যান্ডেলা

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৩৯ অপরাহ্ণ

চলে গেলেন উইনি ম্যান্ডেলা
apps

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের জ্যেষ্ঠ নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ উইনি ম্যান্ডেলা আর নেই। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যরা উইনির পাশেই ছিলেন। মৃত্যুকালে বর্ষীয়ান এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৮৩ বছর।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, উইনি ম্যান্ডেলার প্রকৃত নাম নমজামো উইনফ্রেদা জানিউই মাদিকিজেলা। তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদী প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী।

 

১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাকার সময় থেকেই ম্যান্ডেলা এবং তিনি পৃথকভাবে বসবাস করতে শুরু করেন। যার ধারাবাহিকতায় ১৯৯৬ সালে আদালতের বাইরের কোনো এক স্থানে তাদের মধ্যে চূড়ান্ত বিবাহ বিচ্ছেদ ঘটে।২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নির্বাচনি তালিকায় উইনি ম্যান্ডেলা পঞ্চম স্থানে ছিলেন।

 

এএনসির সভাপতি ও দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা, দেশটির সাবেক প্রেসিডেন্ট কেগালেমা মোতলান্থে, উপরাষ্ট্রপতি বালেকা এমবেতে এবং অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েলের পরই ছিল তার অবস্থান। দি অবজারভার পত্রিকায় তখন বিষয়টি নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়। মূলত সেখানেই তার এই অবস্থানের কথা বর্ণনা করা হয়েছিল।উল্লেখ্য, উইনি ম্যান্ডেলা দলের তৃণমূল পর্যায়ে ছিলেন ভীষণ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তাছাড়া দেশের গরিব-দুঃখীদের মধ্যেও তিনি ছিলেন বেশ পছন্দনীয়।

Development by: webnewsdesign.com