চলতি মৌসুমে বজ্রঝড়সহ শিলাবৃষ্টির পূর্বাভাস

বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ৫:৪৮ অপরাহ্ণ

চলতি মৌসুমে বজ্রঝড়সহ শিলাবৃষ্টির পূর্বাভাস
apps

চলতি মৌসুমে আর কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কাও না থাকলেও শীত যাওয়ার আগেই দেখা দিয়েছে বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা। ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার ফেব্রুয়ারির পর্যালোচনায় বলা হয়েছে, দেশে এ মাসে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাত বলতে প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা করে এ পরিমাপ করা হয়। যেমন ঢাকায় ৩১, ময়মনসিংহ ২২, চট্টগ্রামে ২৪, সিলেটে ৩৪, রাজশাহী ১৮, রংপুরে ১০, খুলনা ৩৩ এবং বরিশালে ২৭ মিলিমিটার বৃষ্টিপাতকে স্বাভাবিক বৃষ্টিপাত বলা হয়ে থাকে।

অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শ ম সজিব হোসেন গণমাধ্যমকে জানান, ফেব্রুয়ারিতে নদনদীর স্বাভাবিক প্রবাহ থাকবে। এছাড়া শেষ দিকে ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এরপরও আবহাওয়া পরিবর্তনের বিষয়। তাই যেকোনো কিছু পরিবর্তন হতে পারে।

Development by: webnewsdesign.com