চলচ্চিত্রে বঙ্গবন্ধুর মায়ের ভূমিকায় অভিনয় দিলারা জামান

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০৯ অপরাহ্ণ

চলচ্চিত্রে বঙ্গবন্ধুর মায়ের ভূমিকায় অভিনয় দিলারা জামান
apps

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এটি নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। চলচ্চিত্রে উঠে আসবে ১৯৪৭ থেকে ১৯৫২ সাল এবং বঙ্গবন্ধুর সেই সময়কার কথা। এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর মায়ের ভূমিকায় অভিনয় করলেন গুণী অভিনেত্রী দিলারা জামান।সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে তার অংশের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলে জানান একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।এদিকে, ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল আর বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা।জানা গেছে, ছবির বাণিজ্যিক প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচার থেকে যত আয় হবে তা পুরোটাই জমা হবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিতব্য ‘চিরঞ্জীব মুজিব’র পৃষ্ঠপোষক হিসেবে আছে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

Development by: webnewsdesign.com