নিরুত্তাপ ক্যান্ডি টেস্ট। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করছে স্বাগতিক শ্রীলঙ্কাও। বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবটা ভালোই দিচ্ছে করুণারত্নেরা। টেস্টের চতুর্থ দিনে লাঞ্চের আগে কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশের বোলাররা।
লঙ্কান ব্যাটসম্যানদের দৃঢ়তায় চতুর্থ দিনের প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৩৩৮ রান। দিমুথ করুণারাত্নে অপরাজিত আছেন ১৪১ রানে। এ ছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ব্যাট করছেন ৮১ রান নিয়ে।
আরও পড়ুন: তৃতীয় দিন শেষে ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ
৩ উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান দিমুথ করুণারাত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা। টাইগার বোলার হতাশায় ডুবিয়ে রানের চাকা সচল রাখেন তারা। তৃতীয় দিনের শেষ বিকেলে এবাদত, তাইজুলরা দু-একটি সম্ভাবনা তৈরি করলেও এদিন কোন সুযোগ দেয়নি স্বাগতিকরা। উল্টো ঠাণ্ডা মাথায় ব্যাট চালিয়ে ক্যারিয়ারের একাদশতম সেঞ্চুরি তুলে নেন করুণারত্নে। অপর প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেন ডি সিলভা। তিনিও তুলে নেন ফিফটি। এগোচ্ছেন সেঞ্চুরির পথে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে নাজমুল হোসেন শান্ত ১৬৩ ও মুমিনুল হক ১২৭ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম অপরাজিত ৬৮ ও লিটন দাস ৫০ রান করেন।
Development by: webnewsdesign.com