চট্রগ্রামের মীরসরাই থানাধীন বড়কমলদহ এলাকায় অভিযান চালিয়ে ৪৩ লক্ষ ২৫ হাজার টাকা দামের ৮ হাজার ৬৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি এক মদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃত শওকত হোসেন (৩০) কাক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর এলাকার মৃত খুইল্যা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) র্যাব-৭ চট্রগ্রামের সহকারী পরিচালক মোঃ মাশকুর রহমান জানান, বুধবার (৭ অক্টোবর) বড়কমলদহ এলাকায় চেকপোষ্ট বসিয়ে নাহার মোটরস এর একটি বাসকে থামানো হয়। এ সময় দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে কৌশলে পালানোর সময় র্র্যাব সদস্যরা শওকতকে গ্রেফতার করে। এ সময় আজিম নামের একজন পালিয়ে যায়।
পরে শওকতের দখলে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ৮ হাজার ৬৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব কর্মকর্তা মাশকুর বলেন, উদ্ধার করা ইয়াবা ফেনীসহ দেশের বিভিন্ন অন্জলের মাদক কারবারিদের সরবারাহ দেওয়ার কথা ছিল বলে জানিয়ছে শওকত। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪৩ লক্ষ ২৫ হাজার টাকা বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com