চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহসিন কলেজ ছাত্রলীগ। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে মহসিন কলেজের মুজিব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
এরপর কলেজ রোড, দেব পাহাড়, চকবাজার গোলজার মোড় প্রদক্ষিণ করে ‘কেয়ারি ইলিশিয়াম’-এর সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মোঃ কাজী নাঈম।
ছাত্রলীগ নেতা মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখানো মামুনুল হককে গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় মোঃ আলাউদ্দিন, ফরিদুল আলম, জয়নাল, ইদ্রিস, মফিজুর রহমান, শাহারিয়ার শাওন, ফয়সাল সিকদার, সায়মুন, সাঈদ আব্বাস, আরমান, শিহাব উদ্দিন, মুহাম্মদ হেলাল, বোরহান, জোবাইর, জহির, ইয়াছিন, আশরাফ, নাফিজ, আসাদুজ্জামান, মহিন, অভি, ওমর, তাফহীম, রাকেশ, তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। এ ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপনে বিরোধিতা করে আলোচনায় আসা হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে প্রতিহতের ডাক দেওয়ার ফলে এই প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন জাকারিয়া দস্তগীর।
Development by: webnewsdesign.com