চট্টগ্রাম নগরীতে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত

শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | ৫:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত
apps

চট্টগ্রাম নগরীতে বাস চাপায় নিহত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন নামে এক ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা। শনিবার সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি নগরীর মুরাদপুর এলাকায় সবজি বিক্রি করতেন।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, মহিউদ্দিন সকালে সবজি বিক্রি করার সময় একটি বাস চাপা দেয়। এতে মারাত্বক ভাবে আহত হন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Development by: webnewsdesign.com