চট্টগ্রাম নগরে ১৪ হাজার ১৪০টি ইয়াবা উদ্ধারের পাশাপাশি এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এরা হলেন, নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম মাইজচরা এলাকার আবুল কাশেমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪২) ও তার স্ত্রী নুর জাহান বেগম (৩২)।
বুধবাার (১৪ অক্টোবর) পাহাড়তলী থানাধীন পশ্চিম নাসিরাবাদ আমতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে মাদক এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭০ লক্ষ ৭০ হাজার টাকা।
Development by: webnewsdesign.com