চট্টগ্রামে সিগারেট থেকে লাগা আগুনে পুড়লেন ৪ জন। গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বহুতল আবাসিক ভবনের ছাদে পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ হলে ৩ শ্রমিক ও বাড়ির মালিক দগ্ধ হন।
জানা যায়, শনিবার রাত ৯টার দিকে আগ্রাবাদ চৌমুহনীর পাশে মীর বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন ৩ শ্রমিক। পাশেই থাকা বাড়ির মালিক বাবুলের সিগারেট থেকে গ্যাসের বিস্ফোরণ হয়। এ সময় পাশে থাকা বিদ্যুতের সুইচ বোর্ডে আগুন ধরে যায়। এতে বাড়ির মালিক ও ৩ শ্রমিক দগ্ধ হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ৪ জনের অবস্থাই আশঙ্কাজনক।
Development by: webnewsdesign.com