চট্টগ্রাম নগরে মাস্ক না পরায় ১২ বাসযাত্রীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরের শাহ আমানত সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
তিনি জানান, মাস্ক ছাড়া গণপরিবহন বাসে উঠায় ১২ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে অভিযানে দুইজন বাস চালককে জরিমানা করা হয়।
অভিযানে গণপরিবহনের যাত্রীসহ পথচারীদের নিয়ম মেনে মাস্ক পরতে উৎসাহিত করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
Development by: webnewsdesign.com