চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ৩

শনিবার, ১০ অক্টোবর ২০২০ | ৮:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ৩
apps

চট্টগ্রামের সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। অভিযানে তিন মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, শুক্রবার রাতে সাতকানিয়া থানাধীন রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ মোজাহের হোসেন রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তখন মাদক পরিবহনের কাছে ব্যবহার করা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

একই দিন রাতে লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ মো হাসান ওরফে রতন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে মাদক পরিবহনের কাছে ব্যবহার করা একটি প্রাইভেটকার জব্দ করা হয়। লোহাগাড়া পুলিশের একই এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মো. আরাফাত নামে আরেক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় সাতকানিয়া ও লোহাগাড়া থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।

Development by: webnewsdesign.com