চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন নারী গ্রেফতার

সোমবার, ১২ অক্টোবর ২০২০ | ৮:১০ অপরাহ্ণ

চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন নারী গ্রেফতার
apps

চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে প্রায় ১১ হাজার পিস ইয়াবাসহ তিন নারী ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে এবং রবিবার রাতে বাকলিয়া থানা এলাকায় অভিযানগুলো চালানো হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, সোমবার সকালে বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার পিস ইয়াবাসহ সাইমন আকতার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রবিবার গভীর রাতে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ কুলসুমা বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

একই এলাকায় অপর একটি অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম নামে আরেক নারীকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের তিন ঘটনায় বাকলিয়া থানায় পৃথক তিন মামলা দায়ের করা হয়েছে।

Development by: webnewsdesign.com