চট্টগ্রামে নতুন করে আরেও ৬৬ জন করোনায় আক্রান্ত

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরেও ৬৬ জন করোনায় আক্রান্ত
apps

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩৩ হাজার ৭২৭ জন। এদিন নতুন করে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এসব তথ্য পাওয়া যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৫৮২টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৭ জন এবং উপজেলায় ৯ জন।

Development by: webnewsdesign.com