চট্টগ্রামে নগরীতে নাঈম কেমিক্যাল এন্ড কোম্পানি নামে একটি নকল জর্দা তৈরির কারখানায় অভিযান চালিয়ে জর্দ্দা উৎপাদনে ব্যবহৃত ৯৭০ কেজি কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগরীর সদরঘাট এলাকায় অবস্থিত কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের আগ্রাবাদ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের উপ-কমিশনার শাহীনূর কবির পাভেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (২১ অক্টোবর) কদমতলীর রওশন গলির পাঁচতলা ভবনে ঝটিকা অভিযান চালানো হয়। তখন নকল জর্দা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
ওই কারখানা থেকে জর্দ্দা উৎপাদনে ব্যবহৃত ৯৭০ কেজি কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়। কারখানাটিতে নাঈম কেমিক্যাল এন্ড কোম্পানি নাম দিয়ে জর্দ্দা নকল করে উৎপাদন করা হচ্ছিল।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের উপ-কমিশনার শাহীনূর কবির পাভেল বলেন, প্রতিষ্ঠানটি মূসক নিবন্ধন ছাড়া ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। সেখান থেকে জব্দ করা কাঁচামাল ও যন্ত্রপাতির আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। প্রাথমিক মূল্যায়নে উদঘাটিত রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কোতোয়ালী সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, সদরঘাট সার্কেলের মো. শাহীন আখতার ও নিবারক শাখার শফিকুর রহমান।
Development by: webnewsdesign.com