চট্টগ্রামে দিনে-দুপুরে ৩ লাখ টাকা ছিনতাই

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ | ৩:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামে দিনে-দুপুরে ৩ লাখ টাকা ছিনতাই
apps

চট্টগ্রাম নগরে তিন লাখ টাকার সঞ্চয়পত্র ভেঙে ব্যাংক থেকে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক দম্পতি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে এগারটার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল শান্তিবাগ আবাসিক এলাকার মুখে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই দম্পতি হলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক ডেপুটি ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস।

জানা গেছে, ছেলের বিয়ে উপলক্ষে আগ্রাবাদ সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র ভাঙাতে যান ওই দম্পতি। সকাল সাড়ে এগারটার দিকে টাকা নিয়ে তারা আগ্রাবাদ থেকে শান্তিবাগের বাসায় ফিরছিলেন।

বাস থেকে শান্তিবাগ আবাসিকের মুখে নামার সঙ্গে সঙ্গে পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা আসে। এ সময় অটোরিকশা থেকে একজন জান্নাতুল ফেরদৌসের হাতে থাকা টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবরটি পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Development by: webnewsdesign.com