চট্টগ্রামে জাল এনআইডি-সনদ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | ৭:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামে জাল এনআইডি-সনদ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
apps

চট্টগ্রাম নগরে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন জাল সনদপত্র তৈরির প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এরা হলেন- বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগরের মৃত আব্দুল হানিফের ছেলে আব্দুর রহিম (৫৯), একই এলাকার মাহবুব আলমের ছেলে আজিজুল করিম রাসেল (৩৫) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৮)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, গতকাল সোমবার বায়েজিদের আরেফিন নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে তিনটি নকল এনআইডি কার্ড, পাঁচটি নকল নিকাহনামা, ১৫টি নকল জন্মসনদ, ১৫টি সিটি কর্পোরেশনের সনদপত্র (খালি), ১০টি নকল প্রত্যয়নপত্র, ১৪টি বিভিন্ন প্রকার ভুয়া সনদপত্র, ১৫টি নকল টিকা কার্ড, ১৫টি নকল নাগরিক সনদপত্রের ফটোকপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নকল সীল ১টি, প্রশংসাপত্র ৮টি এবং ২৫ টি জন্ম নিবন্ধনের আবেদন উদ্ধার করা হয়।

মাহমুদুল হাসান মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে অর্থের বিনিময়ে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদেরকে নকল জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিতো তারা। এছাড়াও আসামিরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় নানা প্রকার প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

Development by: webnewsdesign.com