চট্টগ্রামে আনোয়ারায় কোস্টগার্ডের অভিযানে মদ জব্দ

সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | ১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামে আনোয়ারায় কোস্টগার্ডের অভিযানে মদ জব্দ
চট্টগ্রামে আনোয়ারায় কোস্টগার্ডের অভিযানে মদ জব্দ
apps

চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে ৪৪ বোতল হুইস্কি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাঙ্গুর কোস্ট গার্ড স্টেশন আনোয়ারা থানাধীন রায়পুর ইউনিয়নের বার আউলিয়া প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে সমুদ্রের তীরে পরিত্যক্ত একটি সবুজ রংয়ের বস্তা তল্লাশী করে ৪৪ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি জব্দ করা হয়।

এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হুইস্কি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

Development by: webnewsdesign.com