চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের নবনির্মিত কাউন্সিল সরওয়ার কামাল রাজিবকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এখন তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, বর্তমান কাউন্সিলর আবদুল মান্নান বাদী হয়ে গত ১৪ ফেব্রুয়ারি রাতে মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল রাজিবকে গ্রেফতার দেখানো হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি দুপুর সোয়া ১২টার দিকে পটিয়া পৌরসভার গোবিন্দ খিল চিবাতলী স্কুলে কাউন্সিলর প্রার্থী রাজিব আর মান্নান এর সমর্থকের মধ্যে সংঘর্ষ লাগে। সংঘর্ষের একপর্যায়ে মান্নানের ভাই আবদুল মাবুদ দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় রাজিবের সমর্থকরা তাকে ধাওয়া দিলে পুকুরে পড়ে যায়। পরে সেখানে গিয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুলি করে পালিয়ে যায়। উদ্ধার করে তাকে রক্তাক্ত অবস্থায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে তার মৃত্যু হয়।
এ ঘটনা গুলিবিদ্ধ হয় আশেক, হাসান ও রাকিবসহ ৪ জন। আহত হয় ১১ জনের মতো। তাদের উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Development by: webnewsdesign.com