চকরিয়ার গহীন জঙ্গল গাছের ডালে ঝুলছে নারীর মাথা

রবিবার, ১৯ জানুয়ারি ২০২০ | ৬:১৫ অপরাহ্ণ

চকরিয়ার গহীন জঙ্গল গাছের ডালে ঝুলছে নারীর মাথা
apps

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং পাহাড়ি এলাকা থেকে দুই গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় একটি মাথার খুলি (কঙ্কাল) উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাথাটি দেহ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়।

 

 

 

 

খবর পেয়ে আজ রবিবার দুপুরে পুলিশ ঝুলন্ত অবস্থায় ওই মাথাটি উদ্ধার করে। এতে নেতৃত্ব দেন চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান। সাথে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম সফিকুল আলম চৌধুরী, উপ-পরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া, হিরু বড়ুয়াসহ বিপুল সংখ্যক পুলিশ।

এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি ক্রাইম সিন দলও উপস্থিত ছিলেন এবং তারাও ঘটনাস্থল থেকে নানা আলামত সংগ্রহ করেন।

 

 

 

 

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সিআইডির ক্রাইম সিন দলের ভাষ্যানুযায়ী ধারণা করা হচ্ছে, আনুমানিক তিন মাস আগে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এর পর দেহ থেকে বিচ্ছিন্ন করে মাথাটি দুই গাছের মগঢালে ঝুলিয়ে রাখে অজ্ঞাত দুর্বৃত্তরা। উদ্ধারকৃত খুলিটি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নারীর। তবে ওই নারীর বয়স কত হবে এবং তার বাড়ি কোথায় তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই অবস্থায় সিআইডির ক্রাইম সিন দলের সদস্যরা নানা আলামত সংগ্রহ করেছেন পরীক্ষা-নিরীক্ষা করতে ল্যাবে পাঠানোর জন্য।

Development by: webnewsdesign.com