তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন দিনমজুরসহ সকল পেশার মানুষ। শৈত্যপ্রবাহে ও ঠান্ডায় সবচেয়ে বিপদে শিশু ও বৃদ্ধরা।
রবিবার, ১২ জানুয়ারি সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় অন্য জেলা থেকে এখানে শীতের পরিমাণ অনেক বেশি। পাশাপাশি তাপমাত্রা পরিবর্তিত হচ্ছে একটু পরপর।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, অন্য দিন কিছুক্ষণের জন্য সূর্যের দেখা পাওয়া গেলেও রবিবার সূর্যের দেখা মেলেনি। তাই উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা প্রচণ্ড। এছাড়া গত কয়েকদিনের থেকে শৈত্যপ্রবাহ বেড়েছে কিছুটা।
Development by: webnewsdesign.com