ঘন কুয়াশায় মুড়ানো রাজশাহী

শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১ | ৬:১৪ অপরাহ্ণ

ঘন কুয়াশায় মুড়ানো রাজশাহী
apps

মাঘ মাসের শুরু থেকেই কুয়াশার চাদরে মুড়ানো রাজশাহী। তাই সূর্যোদয় হলেও আড়মোড়া ভেঙে এখনও সজীব হয়ে উঠতে পারছে না সবুজ-শ্যামল প্রকৃতি। এতে দাপুটে হয়ে উঠেছে শীতের প্রকোপ। ভোরের দিকে ঘন কুয়াশার আস্তরণ যেন গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো পড়ছিল। সেই সঙ্গে উত্তরের হিমেল বাতাসে কাঁটা দিচ্ছিল শীতার্ত শরীরে। সপ্তাহ ঘুরে যতই দিন যাচ্ছে- তাপমাত্রার পারদ ততই নিচে নামছে। এই ঘন কুয়াশা কেটে গেলে বৃষ্টি ঝরবে। কামড় বসাবে শীত। বাড়বে জনদুর্ভোগ। আপাতত এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

এদিকে শীতের প্রকোপ হওয়ায় বিপর্যস্ত জনজীবন। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। এতে সর্দি, কাশি ও হাপানিজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মজুর পরিবারের মধ্য বয়সী ও বৃদ্ধরা কর্মহীন হয়ে পড়েছে। কাজের প্রয়োজনে সাতসকালে বের হওয়া সাধারণ মানুষের সঙ্গে চাকরিজীবীরাও পড়েছেন চরম বিপাকে। ফলে স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। উত্তরের সড়ক পথ গুলোতে ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা এড়াতে ভোরে সড়ক-মহাসড়কগুলোতে ছোট-বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে ধীর গতিতে। ফগ লাইট ব্যবহার করেও চালকরা বাসের গতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছেন।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন,শুক্রবার ভোরে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। শুক্রবার রাজশাহীর তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ থেকে মাত্র শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস উপরে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি।

আগের দিন বৃহস্পতিবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে গত কয়েকদিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না ঠিকমতো। প্রতিদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা থাকছে কুয়াশার চাদরে। ভোরে বইছে হিমেল হাওয়া। এ কারণে শীত অনুভূত হচ্ছে আরও বেশি।

Development by: webnewsdesign.com