গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত কুবি ক্যাম্পাস

শনিবার, ২৫ জানুয়ারি ২০২০ | ৩:৩১ অপরাহ্ণ

গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত কুবি ক্যাম্পাস
apps
রাত পোহালেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন।এই মাসের ২৭ তারিখে অনুষ্ঠিত হবে স্বপ্নের সমাবর্তনটি। সমাবর্তনে অংশ নিবেন ২৮৮৬ জন গ্র্যাজুয়েট। সমাবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসে এখন গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখর।
সমাবর্তন উপলক্ষে দীর্ঘ সময়ের পর বন্ধুবান্ধবের সাথে দেখা হওয়ায় তারা আনন্দিত।স্ত্রী, ছেলে-মেয়ে অথবা বাবা-মাকে সাথে নিয়ে অনেক সাবেক শিক্ষার্থীরা এসেছেন।এই বিশাল সংখ্যক মানুষের থাকার ব্যবস্থা করেছেন  কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সমাবর্তন উপলক্ষে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে সাজিয়ে তুলেছেন। অনেকটা সময়ের পর বিশ্ববিদ্যালয় আঙিনায় এসে গ্র্যাজুয়েটরা যেরকম আবেগ-আপ্লুত হয়ে পরেছেন তেমনি আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন।বিভিন্ন জন বিভিন্ন রকম ভঙ্গিতে ছবি তুলছেন।সর্বোপরি, সমাবর্তনকে কেন্দ্র করে  বিশ্ববিদ্যালয়ে এখন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যা আরো বাড়িয়ে দিয়েছে গ্র্যাজুয়েটদের পদচারণায়।
উল্লেখ্য, প্রথম ব্যাচ থেকে সপ্তম ব্যাচ পর্যন্ত স্নাতক এবং স্নাতকোত্তর  ডিগ্রী পাবে সমাবর্তনে।শুধু স্নাতকের ডিগ্রী পাবে অষ্টম ব্যাচ।সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত প্রতি শিক্ষাবর্ষে সর্বোচ্চ ফল অর্জনকারী স্নাতক ও স্নাতকোত্তরের মোট ১৩ জন শিক্ষার্থী পেতে যাচ্ছেন রাষ্ট্রপতি স্বর্ণপদক। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য মো. আবদুল হামিদ তাদের হাতে পদক তুলে দিবেন।

Development by: webnewsdesign.com