গ্রিস থেকে আটজন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ফেরত

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | ৮:৫৮ অপরাহ্ণ

গ্রিস থেকে আটজন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ফেরত
apps

গ্রিস থেকে আবারো আটজন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। সোমবার রাতে চতুর্থ বারের মতো গ্রিস থেকে অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়। এতে আতঙ্কে আছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।

গ্রিস সরকারের তথ্যমতে, ২০১৬ সালের পর বাংলাদেশে ২০২১ সালের ডিসেম্বর মাসে ১৯ জনকে ফেরত পাঠানো হয়। সমন্বিত পুলিশি অভিযানে ১৯ বাংলাদেশিকে আটক করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

এর ছয় মাস পর চলতি বছরের জুলাই মাসে গ্রিসের মিনেদি ক্যাম্প ও সাইপ্রাস থেকে ২৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এররপর ‘অনিয়মিত বাংলাদেশিদের’ গণহারে গ্রেফতার করা হচ্ছিল। সম্প্রতি বাংলাদেশ ও গ্রিসের মধ্যে জনশক্তি রফতানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এ চুক্তিতে রয়েছে নতুন জনশক্তি রফতানি ও অনিয়মিতদের বৈধকরণের কথা। এরই মাঝে সোমবার ফের ৮ বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘটনায় বিভিন্ন ক্যাম্পে থাকা ও অনিয়মিত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গ্রিসে বসবাস করেন প্রায় ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি। গ্রিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী বৈধ অনুমতি নিয়ে দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। এর বাইরে অনেকে রয়েছেন যাদের বসবাসের অনুমতি নেই বা আশ্রয় আবেদন বাতিল হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের দেশগুলো থেকে এমন অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ২০১৭ সালে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্ট্যান্ডার্ড অপারেশন প্রসেডিউর্স চুক্তি হয়। এ চুক্তির আওতাতেই ইউরোপিয়ান ইউনিয়নের আইন অনুযায়ী অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে।

Development by: webnewsdesign.com