সিরাজগঞ্জের কাজিপুরে এক গৃহবধুর গ্যাসের ওষুধ সেবনে মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু চামেলি খাতুন(৩২)উপজেলার সোনামুখী গ্রামের উজ্জ্বলের স্ত্রী । পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর সাথে ঝগড়া করে।
গত শুক্রবার বিকালে সে গ্যাসের ওষুধ সেবন করে। ব্যথা শুরু হলে সে প্রতিবেশিদের গ্যাস টাবলেট সেবনের বিসয়টি জানায়। ওইদিন বিকেলে তাকে হাসপাতালে নেবার পথে মৃত্যু হয়। খবর পেয়ে শুক্রবার রাতে চামেলির লাশ উদ্ধার করে কাজিপুর থানা পুলিশ ময়না তদন্তের জন্যে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
চামেলির প্রতিবেশিরা জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিলো না। প্রায়ই ঝগড়া হতো এবং মারধোর করতো উজ্জ্বল।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, নিহতের স্বামী উজ্জ্বলকে পাওয়া যায়নি।সন্দেহ হওয়ায় লাশ পোস্ট মর্টেমের জন্যে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। #
Development by: webnewsdesign.com