গ্যালারিতে অজি তরুণীর মন জয় করলেন ভারতীয় তরুণ (ভিডিওসহ)

রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | ৫:০৬ অপরাহ্ণ

গ্যালারিতে অজি তরুণীর মন জয় করলেন ভারতীয় তরুণ (ভিডিওসহ)
apps

সিডনির মাঠে তখন ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ানডের উন্মাদনা চলছে। ৩৯০ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। খেলার ২০ ওভার চলছে। এমন সময় হঠাৎই ক্যামেরায় নজর কাড়লেন দুই তরুণ-তরুণী। গ্যালারিতে থাকা ভারতীয় তরুণ আর অস্ট্রেলিয়ান তরুণীর দিকে মনোযোগ সবার।

কিন্তু ঠিক কি কারণে? তা স্পষ্ট হলো পরক্ষণেই। দর্শকপূর্ণ স্টেডিয়ামে ভারতীয় তরুণ প্রোপোজ করে বসলেন অজি তরুণীকে। ক্যামেরায় দেখা যায় ভারতীয় তরুণ মেয়েটিকে আঙুলে রিং পরিয়ে দেন। হাঁটু গেড়ে বসে তরুণীকে রিং পরিয়ে দেন। মেয়েটিও তা সহজভাবে মেনে নেয় এবং দুজনে আলিঙ্গন করেন।

এ সময় ধারাভাষ্যকার এবং মাঠে থাকা ক্রিকেটাররা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান। এদিকে, কিছুক্ষণের মধ্যেই দুই তরুণ-তরুণীর রোমান্টিক দৃশ্যটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

https://youtu.be/tv231aLFKtI

Development by: webnewsdesign.com