গোপালগঞ্জে ছয় বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে এক তরুণকে আসামি করে কাশিয়ানী থানায় মামলা করেছেন।গত শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান।মামলার আসামি রুবেল মোল্যা (১৮) কাশিয়ানী উপজেলার একই গ্রামের বকু মোল্যার ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন।
মামলা উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা জানান, ওই শিশুদের নির্মিাণাধীন দোতলায় ভবনে রাজমিস্ত্রীর কাজ চলছে। রুবেল মোল্যা রাজমিস্ত্রীর সহকারী হিসেবে ওই বাড়িতে কাজ করছিলেন।
শিশুটি ভবনের পাশের টিউবওয়েলে হাত ধুঁতে গেলে রুবেল তাকে খেলা দেখানোর কথা বলে ভবনের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে রুবেল পালিয়ে যান।এদিকে মামলা তুলে নিতে শিশুর পরিবারকে আসামির লোকজন হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন মামলার বাদী শিশুটির বাবা।মামলার তদন্ত কর্মকর্তা কাশিয়ানী থানার উপ-পরিদর্শক সজীব কুমার মন্ডল বলেন, আদালতের মাধ্যমে শিশুর জবানবন্দী রেকর্ড করা হয়েছে।আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
Development by: webnewsdesign.com