গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ | ৩:২১ অপরাহ্ণ

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
apps

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় কুতুবুদ্দিন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সুইস গেট এলাকায়। নিহত কুতুবুদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপ নগর গ্রামের শুকুর উদ্দিনের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, গোদাগাড়ী সুইসগেট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে কুতুবুদ্দিন (৩২) মারাত্মকভাবে আহত হন।

জেলার ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

Development by: webnewsdesign.com