গোদাগাড়ীতে ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার আসামী গ্রেপ্তার

শনিবার, ২৫ মার্চ ২০২৩ | ৫:১১ অপরাহ্ণ

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার আসামী গ্রেপ্তার
গোদাগাড়ীতে ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার আসামী গ্রেপ্তার
apps

রাজশাহী জেলার গোদাগাড়ীতে ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাহেব আলীকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। শুক্রবার বিকেল পৌনে ৫ টার দিকে মাদারপুর ডিমভাঙ্গা এলাকার জনৈক বাবুর মুদির দোকানের সামনে রাস্তায় পাশ থেকে দুটি বস্তায় ২০০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে মাদারপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে দুইটি বস্তায় ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়।

তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার তাকে জেল হাজতে গ্রেরণ করা হয়েছে। গোদাগাড়ীকে মাদক মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ।

Development by: webnewsdesign.com