বরিশাল জেলার গৌরনদীতে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৯) ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী এক তরুণ।
বুধবার (১০ ফেব্রুয়ারি) এ ঘটনায় মামলা দায়েরের পর প্রতিবেশী ওই তরুণ সুমন গাজীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
এজাহারে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী ওই তরুণীকে বাড়িতে রেখে তার মা মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কাজের জন্য অন্যত্র যান। এই সুযোগে প্রতিবন্ধী তরুণীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় সুমন গাজী। এসময় তরুণীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়।
এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি রাতে তরুণীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে সুমন গাজীকে গ্রেপ্তার করে।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Development by: webnewsdesign.com