গাজীপু‌রে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

বুধবার, ২২ জানুয়ারি ২০২০ | ৭:৪৪ অপরাহ্ণ

গাজীপু‌রে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
apps

গাজীপুরের কা‌শিমপুর থানার বাগবা‌ড়ি এলাকায়‌ রাস্তা পার হতে গিয়ে ট্রা‌কচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হৃদয় (১১) নামে শিশুটির বাড়ি ভৈরব ব‌লে জানা গে‌ছে।
আজ বুধবার সকা‌লে এ দুর্ঘটনা ঘ‌টে। ‌শিশুটি প‌রিবারসহ বাগবা‌ড়ি এলাকায় বসবাস কর‌তো।

 

কা‌শিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আকবর আলী খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাগবা‌ড়ি এলাকায় সড়ক পার হওয়ার সময় এক‌টি ট্রাক হৃদয়‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।
প‌রিবা‌রের আবেদনের পরিপ্রে‌ক্ষি‌তে মর‌দেহ বিনা ময়নাতদ‌ন্তে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

Development by: webnewsdesign.com