গাজীপুরে সিঁড়ির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু..

শনিবার, ০১ মে ২০২১ | ৫:৫১ অপরাহ্ণ

গাজীপুরে সিঁড়ির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু..
apps

গাজীপুর সিটি করপোরেশনের জিরানী এলাকায় একটি ভবনের ধসে পড়া সিঁড়ির নিচে চাপা পড়ে সেলিম হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

সেলিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিষপুকুর এলাকার আবু বকরের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের বাড়ইপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে শ্রমিক হিসেবে কাজ করতেন সেলিম। জিরানী এলাকায় একটি ৫তলা ভবন ভাঙার কাজ চলছিল। ওই ভবন ভাঙাতে শ্রমিক হিসেবে সেলিম হোসেন অন্যান্য শ্রমিকদের সঙ্গেও কাজ করছিলেন। এক পর্যায়ে ওই ভবনের সিঁড়ি ভাঙার সময় হঠাৎ ধসে পড়ে। এ সময় সেলিম ওই সিঁড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Development by: webnewsdesign.com