গাজীপুরে নিখোঁজ সেই কাউন্সিলর প্রার্থী উদ্ধার

সোমবার, ২৯ নভেম্বর ২০২১ | ১:২৯ অপরাহ্ণ

গাজীপুরে নিখোঁজ সেই কাউন্সিলর প্রার্থী উদ্ধার
apps

গাজীপুরের কালিয়াকৈরের ৯নং ওয়াডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান গত বৃহস্পতিবার সকালে নিখোঁজ হন। নিখোঁজের ৫ দিন পর গাজীপুরের যুগিচালা থেকে কালিয়াকৈর পুলিশ তাকে উদ্ধার করে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা সফিপুর পূর্ব পাড়া বাড়ি থেকে কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান বৃহস্পতিবার সকালে বের হয়ে যায়। এরপর তিনি নিখোঁজ হন।

পরিবারের লোকজন খোজাখুজি করে না পেয়ে কালিয়াকৈর থানার একটি সাধারণ ডায়েরি করে। ৫ দিন পর সোমবার সকালে গাজীপুরের জয়দেবপুর যুগিচালা এলাকায় মুদি দোকানে সামনে থেকে মেহেদী হাসানকে কালিয়াকৈর থানা পুলিশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, নিখোঁজের পাঁচদিন পর মেহেদী হাসানকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।

Development by: webnewsdesign.com