গাজীপুরে জন্মদিন উদযাপনের কথা বলে ডেকে নিয়ে এক কিশোরীকে গণধর্ষণ করে চার বন্ধু।
যৌন নির্যাতনের পর অভিযুক্ত চারজন ফেসবুক লাইভে যায়। অনুশোচনার পরিবর্তে তারা হাসতে হাসতে কথা বলে।
ভিডিওটিতে দেখা যায়, তাদের একজন হাসতে হাসতে বলছে, ‘হ্যালো ফেন্ডস, আমরা আগামীকাল হয়তো জেলে থাকতে পারি, না হয় বাড়ির আশেপাশে থাকতে পারমু না…..।এ ভিডিওটি প্রকাশের পর তা ভাইরাল হয়। তবে অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- শরীফ হোসেন (১৮), ইমরান হাসান সুজন (১৯), আহসান ওরফে হাসান (১৬) ও শরিফ উদ্দিন মোল্লা (২০)।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়। পরে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়।ওই কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। মামলা প্রত্যাহার করতে জড়িতদের পরিবার থেকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই কিশোরীর স্বজনরা।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, ১৫ জানুয়ারি জন্মদিন উদযাপনের কথা বলে নয়নপুরের একটি বাসায় ওই কিশোরীকে তারা ডেকে নেয়। অনুষ্ঠানের এক পর্যায়ে কিশোরীকে পূর্বপরিকল্পিতভাবে কোমল পানীয়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করায়। বিকেল ৫টা থেকে পরদিন ভোর পর্যন্ত ওই চার বন্ধু তার উপর যৌন নির্যাতন চালায়।
ইমরান হাসান সুজন তার মোবাইল ফোনে সেসব ভিডিও করে। এরপর তারা ফেসবুক লাইভে যায়।
Development by: webnewsdesign.com