গাজীপুরের কালীগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু, আহত ৫

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | ১২:২০ অপরাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু, আহত ৫
প্রতীকী ছবি
apps

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালিকুঠি এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, কালিকুঠি এলাকায় বারেক মিয়ার বাড়িতে একদল চোর, গরু চুরি করতে যায়। এসময় ওই বাড়ির লোকজন ও স্থানীয়রা টের পেয়ে চোরদের ধাওয়া করে। একপর্যায়ে ৬ জনকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দেয়। এতে একজনের মৃত্যু হয় এবং ৫ জন গুরুতর আহত হয়। এসময় আহত ৫ জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com