গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর বোমা হামলায় ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে বহু ক্ষুধার্ত মানুষ, যারা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
খবর আল জাজিরা তথ্য অনুযায়ী চলমান এ যুদ্ধে মোট মৃত্যুর সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ শিবিরে হামলায় ৫৭ জন নিহত ও আরো অন্তত ৩৬৩ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের বন্দুক ও বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। এসব ত্রাণ বিতরণ কেন্দ্র পরিচালনা করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সহায়তায় পরিচালিত এবং ইসরাইলি নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।
গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা খাদ্য সংকট সৃষ্টি করে এবং ক্ষুধার্ত মানুষদের নিশানা করে পরিকল্পিতভাবে হত্যা করছে।’
Development by: webnewsdesign.com