রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০ | ১২:০০ পূর্বাহ্ণ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ডিবি পুলিশ কতৃক ৪১৭ বোতল ফেনসিড্রিল সহ আন্তঃজেলা ফেনসিড্রিল সম্রাজ্ঞী ও সরবরাহ কারী সহ ৩ জনকে আটক করে গাইবান্ধা জেলা ডিবি পুলিশ।
মাদক,জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশে
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ৩১/১/২০২০ তারিখ ২২.০০ টার সময় সাব ইন্সপেক্টর মোঃ সফিউল ইসলাম সহ ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন কোমরপুর বাজারের নিকট থেকে একটি ইজিবাইক(অটো)কে আটক করে আন্তঃজেলার ফেনসিড্রিল সম্রাজ্ঞী মোছাঃমাহমুদা বেগম(৬০)-স্বামী আফজাল, মোছাঃআলফাতুন বেগম সুমি(২৮)- স্বামী মারুফ, মোঃরবিউল ইসলাম-পিতা মৃত মমতাজ আলি
তাদের বিরুদ্ধে গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।