সকল কলম সৈনিক এক হও, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানি বন্ধ করো করতে হবে এই শ্লোগানকে সামনে রেখে প্রেসক্লাব গাইবান্ধার আয়োজনে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হত্যা মামলা চিহিৃন্ত আসামী খুনি চেয়ারম্যান মুসাব্বির হোসেনের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় ঢাকাপোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, জেলা প্রতিনিধি নুর আলম আকন্দ রিপন, সাংগঠনিক সম্পাদক প্রেসক্লাব গাইবান্ধা এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুর্নীতিবাজ আতাউর রহমান সরকার আতা ও তার জামাতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি’র সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি, দৈনিক স্বাধীন সংবাদ রংপুর বিভাগ প্রতিনিধি রবিন সেন এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আসাদুজ্জামান মার্কেটের সামনে প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেন এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জিটিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মহন্ত, ,প্রেসক্লাব গাইবান্ধা’র সহ -সভাপতি মিজানুর রহমান রাজু,রবিন সেন,৭১ টিভি ‘র সামিম আল সাম্য,আনন্দটিভি’র মিলন খন্দকার,সময় টিভি এস এম বিপ্লব, নয়া শতাব্দীর মাসুম রোমেল,মোহনা টিভি’র জেলা প্রতিনিধি রাসেল কবির, পলাশবাড়ী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত,প্রেসক্লাব গাইবান্ধার সাংগঠনিক সম্পাদক নুর আলম আকন্দ রিপন,সাংবাদিক মাসুম বিল্লাহ,সালাম আশেকী, ফুলছড়ি’র মেহেদী হাসান বাবুসহ অন্যান্যরা।
বক্তারা, অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও মামলা দায়েরকারী দূর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
Development by: webnewsdesign.com