মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহনে এটি প্রথম ধাপ এই ধাপটি পেরিয়ে যেতে হয় কলেজ তারপর বিশ্ববিদ্যালয়ে যাওয়া সুযোগ মেলে। মেলে উচ্চ শিক্ষা গ্রহনের পথ। ছাত্রছাত্রীদের এ পরীক্ষাকে ঘিরে অভিভাবকগণ সন্তানদের জন্য দোয়া ও প্রার্থনা আয়োজন করেন। অপেক্ষারক্ষণ শেষে আজ সোমবার ৩ জানুয়ারী একযোগে সারাদেশে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। সারাদেশের ন্যায় চলমান পরীক্ষায় এবার গাইবান্ধা জেলা থেকে মোট ৩৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।
জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন বলেন, এবারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০২০ ইং এ গাইবান্ধা জেলায় সাতটি উপজেলায় ৭২টি কেন্দ্রের মধ্যে এসএসসি ৪০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ১৫১,দাখিল ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২১৫ জন, ভোকেশনাল ১৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭৮৯ ও দাখিল (ভোকেশনাল) ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬৮জন। মোট ৭২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ২২৩ জন। তিনি আরও বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্র সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে। আজ প্রথমদিন জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো।
কেন্দ্রে নিরাপত্তা ও নকল মুক্ত পরিবেশ বজায় রাখতে জেলার স্ব স্ব উপজেলার নির্বাহী অফিসারগণ পরীক্ষা কেন্দ্রের ১০০ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রচার প্রচারণা করেছেন। এবং এ সংক্রান্ত আদেশ জারি করায় কেন্দ্রে সীমানায় লাল নিশান স্থাপন করা হয়েছে। আজ পরীক্ষা চলাকালীন সময়ে একটি কেন্দ্র পরির্দশন করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) নজির হোসেন।
Development by: webnewsdesign.com