গাইবান্ধায় পৌঁছেছে ৭ হাজার ২০০ করোনার ভ্যাক্সিন

রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | ৮:৪২ অপরাহ্ণ

গাইবান্ধায় পৌঁছেছে ৭ হাজার ২০০ করোনার ভ্যাক্সিন
apps

সারাদেশের ন্যায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধা জেলায় শুরু হচ্ছে করোনা প্রতিষোধক টিকাদান কর্মসূচি। ৭ হাজার ২০০ এম্পুল কোভিড-১৯ টিকা পৌঁছেছে গাইবান্ধা জেলায়। জেলা সিভিল সার্জন কার্যালয়ে টিকাগুলো (ভ্যাক্সিন ডোজ) গ্রহণ করেছেন।

শনিবার (৩০ জানুয়ারী) রাত আড়াইটার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর ফ্রিজার ভ্যান থেকে চারটি কার্টুনে টিকাগুলো হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর আঞ্চলিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান সাংবাদিকদের জানান, ৭ হাজার ২০০ এম্পুল ভ্যাকসিনে ৩৬ হাজার ব্যক্তিকে টিকা দেয়া সম্ভব হবে। পর্যায়ক্রমে আরও টিকা আসবে। অতিস্বত্তর টিকাদান বুথ স্থাপনের জন্য সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত টিকা প্রদানকারী নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এ টিকা প্রদান করা হবে। এদিকে গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, কোভিড-১৯ স্বাস্থ্য ব্যবস্থাপনা জেলা কমিটির সভায় জেলায় টিকা প্রদানের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করে অচিরেই নিবন্ধন কার্যক্রম শুরু হবে। টিকাদান কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগকে সাথে নিয়ে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করবেন।

Development by: webnewsdesign.com