গাইবান্ধায় কৃষক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ৯:২৯ অপরাহ্ণ

গাইবান্ধায় কৃষক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
apps

বন্যা সমস্যার স্থায়ী সমাধান, বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারি আর্থিক সহায়তা, বিনামূল্যে সার-বীজ-গোখাদ্য প্রদান, ইউনিয়ন পর্যায়ে বিশেষ ওএমএস কার্ড চালু এবং এনজিওদের কিস্তি আদায় আগামী ৬ মাস স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সংগঠনের গাইবান্ধা জেলা শাখা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে পৌর শহিদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, কৃষক ফ্রন্টের সদর উপজেলার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক, খোলাহাটি ইউনিয়নের কৃষক ফ্রন্টের নেতা মোখলেছুর রহমান, নুরুন্নবী সরকার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নেত্রী প্রতিমা মোদক, ছাত্র ফ্রন্ট নেতা শেখ খালিদ বিন ফয়সাল মারুফ প্রমুখ।

বক্তাগণ বলেন, একদিকে করোনা অন্যদিকে দফায় দফায় বন্যা। চাল পেঁয়াজসহ সকল নিত্যপণ্যের দাম উর্দ্ধমুখী। এমনিতেই গাইবান্ধা জেলার খেটে-খাওয়া মানুষের আয়-উপার্জন কমে গেছে। দফায় দফায় বন্যার ফলে কৃষকের মেরুদন্ড ভেঙে গেছে। গরবী মানুষ পরিবার পরিজন নিয়ে দিশেহারা।

তারা সরকারের কাছে অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য আর্থিক সহায়তা, বিনামূল্যে সার, বীজ, গো-খাদ্য প্রদান, ইউনিয়ন পর্যায়ে বিশেষ ওএমএস কার্ড চালু এবং এনজিওদের কিস্তি আদায় আগামী ৬ মাস স্থগিতের দাবি জানান। শেষে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

Development by: webnewsdesign.com