গাইবান্ধা ৩ আসনে উপ নির্বাচন কে সামনে রেখে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. উম্মে কুলছুম স্মৃতিকে ব্যাপক ভোটে জয়ী করার লক্ষে সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন আওয়ালীগের বর্ধিত সভায় কামারপাড়া জাতীয় পার্টি সভাপতি তারিকুল ইসলাম বংকুসহ নেতাকর্মীরা আওয়ামীলীগের নীতি আর্দশে পূর্ণ বিশ্বাস রেখে আওয়ামীলীগে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। কামারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদের চেয়াম্যান শাহরিয়ার খান বিপ্লব যোগদানকৃত জাতীয় পার্টি নেতাকর্মীদের ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।
গতকাল ২৭ ফেব্রয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগ কামারপাড়া ইউনিয়ন শাখা আয়োজিত বর্ধিত সভায় বাবু সুবল চন্দ্র সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল গোফ্ফার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহারিয়ার খাঁন বিপ্লব , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবিএম রুহুল আলম প্রমুখ।
বর্ধিত সভায় যারা যোগদান করেন, কামারপাড়া জাতীয়পার্টি সভাপতি তারিকুল ইসলাম বঙ্কু , কামারপাড়া ইউপি সদস্য আব্দুল সালাম মেম্বার, জাতীয় পার্টির সদস্য মিরবক্স ,সাবেক ইউপি সদস্য ও জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান , জাতীয় পার্টির অন্যতম সদস্য কামারপাড়া ইউপির সংরক্ষিত আসনের সদস্যা উম্মে হাবিবা মুক্তা ও কামারপাড়া ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান কাজী কুদরতি হুমায়ূন এর কনিষ্ঠপুত্র সুমিতসহ অন্যান্যরা। অপরদিকে পলাশবাড়ীতে পৃথক পৃথকভাবে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষে ব্যাপকভাবে কাজ করছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, গত ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশনার এ আসনটি শূন্য ঘোষণা করেন। আগামী ২১ মার্চ আসনটির উপনির্বাচন । আসনটির সাদুল্যাপুরে ১১টি, পলাশবাড়ী পৌরসভা ও পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে ১৩২ টি কেন্দ্রে মোট ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছে।এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১১ হাজার ১০৮ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৭৪৬ জন । এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
Development by: webnewsdesign.com