গাইবান্ধার গোবিন্দগঞ্জে হারবাল চিকিৎসার নামে প্রতারণা, কার্যক্রম বন্ধ

বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হারবাল চিকিৎসার নামে প্রতারণা, কার্যক্রম বন্ধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হারবাল চিকিৎসার নামে প্রতারণা, কার্যক্রম বন্ধ
apps

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হারবাল চিকিৎসার নামে প্রতারণার দায়ে অভিযান চালিয়ে অবৈধ ফুড সাপ্লিমেন্ট ধ্বংসসহ প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসন।

বুধবার (১৪ জুন) বিকেলে পৌর শহরের মহিমাগঞ্জ রোডে কলিকাতা হারবাল নামে ওই প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম।

এসময় প্রতিষ্ঠানটি উচ্ছেদসহ বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা মানবদেহের জন্য ক্ষতিকারক ফুড সাপ্লিমেন্ট ধ্বংস করা হয়। শিকদার কামরুল ইসলাম জানান, অনুমতি ছাড়াই কলিকাতা হারবাল নামের প্রতিষ্ঠানটি গোবিন্দগঞ্জে তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল।

কোনো বিশেষজ্ঞ ছাড়াই হারবাল চিকিৎসার নামে তারা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ অভিযান চালিয়ে ক্ষতিকর ফুড সাপ্লিমেন্ট ধ্বংসসহ অবৈধ প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Development by: webnewsdesign.com