গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষ্ণুমূর্তি উদ্ধার

শনিবার, ১৭ এপ্রিল ২০২১ | ৫:২৫ অপরাহ্ণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষ্ণুমূর্তি উদ্ধার
apps

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্ত কেন্দ্রে পুলিশের একটি টিম ৮৩ কেজি ওজনের ৫ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছেন।

থানা সুত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল গোবিন্দগঞ্জ থানার শাখাহার ইউপির আলীগ্রাম এর সরকারি ”পবনা পুকুর” খনন কালে সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় কালো পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তির (যার ওজন ৮৩ কেজি) পুরাকৃর্তি পাওয়া যায়।ত খন তথায় উপস্থিত পুকুরের পাহারাদার ভোলা(২৭) পিতা শৈলেন চন্দ্র সাং আলীগ্রাম থানা গোবিন্দগঞ্জ মূল্যবান জিনিস মনে করে গ্রামের আমিরুলের বাড়িতে নিয়ে গিয়ে মাটির নিচে মূর্তিটি পুঁতে রাখে।এমন তথ্য গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেন আজ ১৭ এপ্রিল শনিবার রাত আনুমানিক ২ টার সময় অভিযান চালিয়ে আলী গ্রামের আমিরুলের বাড়ির পিছনে মাটির নিচ হতে ৪০”দ্ধ১৯” মাপের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে।

থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান,মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। উদ্ধার কৃর্ত বিষ্ণুমূর্তি টি আদালতের অনুমতি সাপেক্ষে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেয়া হবে।

Development by: webnewsdesign.com