গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩ কিশোর নিহত

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ৩:২৯ অপরাহ্ণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩ কিশোর নিহত
apps

মোটরসাইকেলে হ্যান্ডেল হতে হাত ছেড়ে দিয়ে চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে  গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে রাজাহার ইউনিয়নের পানিতলা বাজার হতে রাজাবিরাট যাওয়ার পথে নওগাঁ মোড় নামক স্থানে মাইলফলকের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান তারা ।

 নিহতরা হচ্ছেন ,শিবগঞ্জ উপজেলার দাড়িদহ সোবানপুর গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে সুমন (১৬),দাড়িদহ কুপা গ্রামের শাজাহান আলীর ছেলে আব্দুল্লাহ্ (১৬)। অপরজন একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে  সাকিব (১৭) ।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ হতে রাজাবিরাট  আসার উদ্যেশ্য কামদিয়া  পানিতলা রোড সংলগ্ন নওগাঁ মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার স্বীকার হন তারা।

থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ৩ কিশোর হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালিয়ে রাজাহার ইউনিয়নের পানিতলা বাজার থেকে রাজাবিরাট যাচ্ছিল। একডালা এলাকায় পৌঁছালে মাইলফলকের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৮

Development by: webnewsdesign.com