নানা দুর্ভোগে পানিবন্দি হাজার হাজার পরিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে ও পলাশবাড়ীতে করতোয়া নদীর পানি কমতে শুরু করেছে নদীপাড়ে চলমান রয়েছেন ভাঙ্গন। ৫ সেন্টিমিটার পানি কমে বর্তমানে করতোয়ার পানি ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে । অনেকে ঘরবাড়ি ছেড়ে উচু স্থানে আশ্রয় নিলেও মাথার উপড়ে ছাউনি দিতে পারেনি । তারা গবাদী পশু নিয়ে বাঁধে খোলা আকাশের নিচে বসবাস করছে।
পানির তোড়ে বাঁধে কখন ধ্বস নামে সেই আতংকে বাঁধেও আসতে পারছে না অনেকেই। কয়েকদিন ধরে গোবিন্দগঞ্জের করতোয়া পারের গোবিন্দগঞ্জ উপজেলার বড় নারায়নপুর, কোমল নারায়নপুর, মথুরাপুর, উত্তর ছয়ঘরিয়া ,পার সুন্দাইল, দেবোত্তর নারায়নপুর, পলাশবাড়ী উপজেলার তেকানী, চকবালা, নলডাঙ্গা, কিশোরগাড়ী, কাশিয়াবাড়ী, বড় শিমুলতলা, সগুণা,পশ্চিম মির্জাপুর, কেশবপুর, জাইতর, হাসানখোর, পশ্চিম রামচন্দ্রপুর, সুলতানপুর বাড়াইপাড়া, করতোয়াপাড়া, চেরেঙ্গা, কদমতলী গ্রামের আবাদী জমি গুলো পানির নিচে নিমজ্জিত রয়েছে।
এছাড়াও দুই উপজেলার ২১ টি গ্রামের অন্তত ২৫ হাজার পরিবারের মানুষের খাবার পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। কলাগাছের ভেলায় করে তারা অনেক দুর থেকে পানি এনে পান করছে। বানভাসী লোকজন কয়েকদিন ধরে পানিবন্দি থাকলেও জনপ্রতিনিধি বা সরকারী কোন সাহায্য সহযোগিতা পায়নি।
ফলে হাজার হাজার পানিবন্দি পরিবারে শুকনো খাবার ও খাবার পানির সংকট কাটাতে দুর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। পানি কমে যাওয়ায় করতোয়া নদীর ভাঙ্গন ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বসতবাড়ী ও আবাদী জমি প্রতিনিয়ত নদী গর্বে বিলিন হয়ে যাচ্ছে।
Development by: webnewsdesign.com