মেহেরপুরের গাংনীতে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে বাসের হেলপারসহ ৭ যাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মেহেরপুর চাঁদপুর গ্রামের মৃত আসলাম শেখের ছেলে জাহাঙ্গীর আলম(৪০), গাংনী পৌরসভা ধীন ০৭নং ওয়ার্ডের আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সালাম(২৫), গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের মহাসেন আলীর ছেলে মাহবুব আলম(৩৪), মেহেরপুর আমঝুপি গ্রামের রায়হান(৪৫), গাংনীর রেজাউল হক(৫৫), ও একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে দেলোয়ার হোসেন(৩০),নওদা পাড়া গ্রামের মিঠুন আলী(২১)।
স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজের সামনে ট্রাকচালক ট্রাক থামিয়ে পাশের দোকান থেকে খাওয়া-দাওয়া করেন। সরু রাস্তার কারণে অনেক সময় যান চলাচলে সমস্যা হয়ে থাকে কিন্তু অনেক বলার পরেও তারা এগুলো শোনেন না। আজকে যে দুর্ঘটনা ঘটেছে রাস্তায় কথা জনিত কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে দেখতে না পেয়ে পেছন থেকে ধাক্কা দেয়।
তারা আরো বলেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে রাস্তায় এভাবে ট্রাক দাঁড়ানো বন্ধ করতে হবে কেননা এর চেয়েও বড় দুর্ঘটনা ঘটতে পারে আগামীতে।
বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহক আলী জানান, তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে জে আর পরিবহন পেছন থেকে ধাক্কা দেয় এমন সংবাদের ভিত্তিতে দ্রুত সময় মধ্যে বামন্দি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com