গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ৫:২৯ অপরাহ্ণ

গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
apps

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকা থেকে বুধবার ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে র‌্যাব জানান। আটককৃতরা হলেন- মো. নূরন্নবী (৬৫), পিতা মো. বাবর আলী ও গাড়ির চালক মো. শামীম (৩৫)।

ফেনীস্থ র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের ও উদ্ধারকৃত মাদক ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

Development by: webnewsdesign.com