নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়েছেন উপজেলা প্রশাসন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাউছিয়া, বরপা, রূপশী, তারাবো বিশ্বরোড এলাকার হত-দরিদ্র, রিক্সা চালক সিকিউরিটি গার্ড ও রাস্তার আনাচে কানাচে শুয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে এ সেহরির প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লার নির্দেশনায় রমজান মাসে প্রতিটা উপজেলার ছিন্নমূল মানুষের মাঝে সেহরী বিতরণ করা হবে। এরই প্রেক্ষিতে আজকে আমরা রূপগঞ্জ উপজেলায় ছিন্নমূল মানুষের মাঝে এ সেহরী বিতরণ করেছি। এ পদক্ষেপে আমরা রূপগঞ্জ উপজেলা প্রশাসন নিজেকে ধণ্য মনে করছি। তবে গোটা রমজান মাসে আমাদের এ সেহরী বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।
Development by: webnewsdesign.com